Skip to main content

utpann Ekadoshi details in bengali উতপন্না একাদশী বিবরণ

 নমাস্কার বন্ধুরা আজ আমরা জানব উৎপন্না  একাদশীর সম্পর্কে । এর ইতিহাস , পৌরাণিক কাহানি , এর গুরুপ্ত, ফল  ,এর উপবাস এবং পুজর পদ্ধতি ।

উৎপন্ন একাদশী সময়সূচী ঃঃ

২৮সে কার্ত্তিক ১৪৩২ শনিবার বা 15th November 2025 Saturday
একদশী আরম্ভ ঃঃ ২৭সে কার্ত্তিক রাত্রি ৩ টা ৪৫ হয়তে শুরু 
একাদশী শেষ ঃঃ ২৮সে কার্ত্তিক রাত্রি ৪ টা ২২ পর্যন্ত ।  

উৎপন্ন একাদশীঃ

হিন্দু ধর্মে একাদশির মধ্যে একটা গুরপ্তপূর্ণ  একদশি হল  উৎপন্ন একাদশী ।  কার্ত্তিক মাসের শুক্ল পক্ষের একাদশ তিথিতে এই একাদশী পালিত হয় । হিন্দু শাস্ত্র অনুসারে ,এই দিনেই একাদশী দেবীর জন্ম হয়েছিল , তার কারন ছিল ধর্মের রক্ষা ও পাপের বিনাশের জন্য বিষ্ণুর আঙ্গায় আবির্ভূত হয় । এজন্য একে উৎপন্ন একাদশী বলে, যার অর্থ জন্ম নেওয়া ্‌ ।

ইতিহাস ও পৌরাণিক কাহানি ঃ

উৎপন্ন একদশী সম্পর্কে আমরা জানতে পারি পদ্ম পুরান এবং স্কন্দ পুরান থেকে । এই পুরান অনুসারে , এক সময় পৃথিবীতে  মুর নামে এক অসুর ছিলেন, জিনি অত্যন্ত শক্তিশালি ছিলেন । তিনি দেবলোকে আক্রমন করে , দেবলোক জয় করে ।দেবলোকে দেবতাদের উপর তিনি অত্যাচার শুরু করেন ।এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য সব দেবতা ভগবান বিষ্ণুর সরন  নেয় । তখন ভগবান বিশ্নু গভীর নিদ্রায় ছিলেন । সেই সময় মুর অসুর ভগবান বিস্নু কে আক্রমন করতে এগিয়ে আসে । ঠিক সেই সময় বিষ্ণুর  শরীর থেকে এক দেবী আবির্ভূত হয় ,এবং অসুরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ হয় ।এই যুদ্ধে দেবী অসুর কে বধ করে । এই দেবি ছিলেন একাদসী দেবী। এরপর ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ দেন , যে তার নামে একাদশী উপবাস পালন করলে সকল পাপ থেকে মুক্তি পাবে । 

উপবাসের গুরুপ্ত ও ফলঃ 

এই একাদশী পালন করলে সমস্ত রকম পাপা নাশ হয় । যেমন ব্রহ্মহত্যা ,চুরি, মিথ্যা বলা,অন্যের সম্পতি দখল ইত্যাদি পাপা নষ্ট হয় এবং মুক্তি লাভ করে । 

উপবাস ও পুজা পদ্ধতি ঃ

এই একাদশীর উপবাস দশমীর রাত থেকে শুরু হয় , এই রাতে শুদ্ধ আহার করে একাদশীর দিনে ভরে স্নান করে ভগবান বিষ্ণুর পুজা করা হয় । ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে পুজা করা হয় ,প্রদিপ জ্বালিয়ে তুলসি পাতা ,পুস্প, ধুপ, ও ফল নিবেদন করা হয় । তারপর  '' ওম নম ভগবতে বাসুদেবায় '' মন্ত্র জপ করে প্রাথনা করা হয় । অনেকে এই দিনে একবেলা ফলাহার করেন, আবার কেউ সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন ।

আধ্যাত্মিক ও সামাজিক দিক ঃঃ

এই একাদশী শুধু ধর্মীয় নয় , আধ্যাত্মিক দিক থেকেও অত্যন্ত গুরপ্ত পূর্ণ ।এতি আত্মশুদ্ধি ও মানসিক সংযম শেখায় ।এই উপবাস পালন করলে মানুষের কাম,ক্রধ , লোভ ,মহ ইত্যাদি দোষ থেকে মুক্তি পায় ।সমাজে শান্তি সুশ্রিঙ্খালতা ব্জায় রাখতে সাহাজ্য করে । 

উপসংহার  ঃঃ 

ভগবান বিষ্ণুর প্রতি প্রদশ্রনের একটি গুরুপ্ত পূর্ণ দিন হল উৎপন্ন একাদশী ।এই একাদশী পালন করলে জীবনের সকল দুঃখ , ক্লেশ দূর হয়, পাপের নাশ হয়  এবং ভক্তকে বিষ্ণু লোক প্রাপ্ত হয় । তাই হিন্দু ধর্মে উৎপন্ন একাদশী এক বিশেষ শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে  পালিত হয় । 

Comments

Popular posts from this blog

My Shoap

Multi Product Store My Store Alife shoap(lime) Rs.50 (7 pcs) Set: Buy Now Alife Shoap(lily) Rs.50 (7 pcs) Set: Buy Now Alife Shoap(Rose) Rs.50 (7 psc) Set: Buy Now Nima Sandal shoap Rs.55 (3 psc) Set: Buy Now কালো সাবান Rs.45 কেজি Kg: Buy Now সাদা সাবান Rs.45 (1 কেজি ) kg: Buy Now কালো ধুপ Rs. 35 pak ( 200 pcs) package: Buy Now ধুনা ধুপ Rs. 40 pak ( 165 pcs) package: ...